প্রথম ত্রৈমাসিকে চীনে পুরনো গাড়ি বিক্রি বেড়েছে
2024-04-24 21:47:32

এপ্রিল ২৪, সিমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম  ত্রৈমাসিকে   চীনে ব্যবহৃত পুরনো গাড়ি বিক্রির হার গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। দেশটির অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশন সম্প্রতি জানিয়েছে এ তথ্য। 


সংস্থাটি বলছে, জানুয়ারি থেকে মার্চ মাসে প্রায় ৩১৩ দশমিক ৯৬ বিলিয়ন ইউয়ান মূল্যের মোট ৪ দশমিক ৬ মিলিয়ন ব্যবহৃত পুরনো গাড়ি বিক্রি হয়েছে।

 

সংস্থাটির তথ্য বলছে, মার্চ মাসে দেশটিতে প্রায় ১ দশমিক ৭১ মিলিয়ন পুরনো গাড়ি বিক্রি হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ৩৩ শতাংশ বেশি। আর গত মাসে মোট লেনদেনের মূল্য ছিল প্রায় ১১৮ দশমিক ০৪ বিলিয়ন ইউয়ান।  


নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া