চোখ জুড়ানো বালির ভাস্কর্য
2024-04-24 21:43:49

এপ্রিল ২৪, সিএমজি বাংলা ডেস্ক: বালির তৈরি ভাস্কর্য দেখতে আসছেন পর্যটকরা। বালির স্তুপে ফুটে উঠেছে ড্রাগন আর বীরের ছবি। এমন দৃশ্য দেখা যাচ্ছে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের চৌশান সিটির চুচিয়াচিয়ান এলাকার নানশা সিনিক এরিয়াতে। ২৫তম চৌশান আন্তর্জাতিক বালি ভাস্কর্য উৎসব অনুষ্ঠিত হলো সম্প্রতি। মে দিবসের আসন্ন ছুটির সঙ্গে মিলে যাওয়ায় বালির ভাস্কর্য স্থানীয় পর্যটন শিল্পকেও জমিয়ে তুলেছে। 

এই বালির ভাস্কর্যগুলোতে চাইনিজ ড্রাগন সংস্কৃতি প্রাধান্য পেয়েছে। চীনের চিরায়ত গ্রন্থ শান হাই চিং( ক্লাসিক অব মাউন্টেন অ্যান্ড সিজ বা চিরায়ত পাহাড় ও নদীর গল্প) অনুসরণে ভাস্কর্যগুলো তৈরি করেছেন শিল্পীরা। এই ভাস্কর্য দেখতে দেশি বিদেশি পর্যটকরা আসছেন। মে দিবসের ছুটিতেও আসবেন অনেকে। 

শান্তা/রহমান