‘তাইওয়ান-মার্কিন সামরিক সম্পর্ক কেবল উত্তেজনা বাড়াবে’
2024-04-24 19:19:50

এপ্রিল ২৪: যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক, তাইপেইয়ের নিরাপত্তা জোরদার করবে না, বরং তাইওয়ান প্রণালীজুড়ে উত্তেজনা ও সংঘাতের ঝুঁকিই কেবল বাড়াবে; তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরাও এতে রেহাই পাবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীন নীতি’ এবং ‘চীন-মার্কিন তিনটি যুক্ত ইস্তাহার’ মেনে চলা, তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা, তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা থেকে বিরত থাকা, এবং তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন না-করা।

মুখপাত্র আরও বলেন, চীন নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখন্ড রক্ষার জন্য দৃঢ় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। (জিনিয়া/আলিম /ফেই)