‘চীন ল্যাটিন আমেরিকার সাথে মহাকাশ-সহযোগিতা জোরদারে ইচ্ছুক’
2024-04-24 19:28:51

এপ্রিল ২৪: চীন ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে মহাকাশ খাতে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) প্রথম ‘চীন-ল্যাটিন আমেরিকা মহাকাশ-সহযোগিতা ফোরামে’-এ পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন।

বার্তায় সি চিন পিং বলেন, চলতি বছর হল চীন-ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় কমিউনিটি ফোরাম প্রতিষ্ঠার দশম বার্ষিকী। বিগত দশ বছরে এই ফোরামের আওতায় দু’পক্ষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।  

তিনি আরও বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে চীন-ল্যাটিন আমেরিকা মহাকাশ-সহযোগিতা ফলপ্রসূ হতে দেখে আমি আনন্দিত। উভয় পক্ষ উপগ্রহ, যোগাযোগ উপগ্রহ, এবং গভীর মহাকাশ স্টেশন নেটওয়ার্কের ক্ষেত্রে সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জন করেছে; বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি প্রচারে এবং আঞ্চলিক আন্তঃসংযোগ শক্তিশালীকরণ ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীন ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর সাথে কাজ করতে, প্রথম চীন-ল্যাটিন আমেরিকা মহাকাশ সহযোগিতা ফোরামকে একটি সূচনাবিন্দু হিসাবে গ্রহণ করতে, একটি উচ্চ-স্তরের চীন-ল্যাটিন আমেরিকা মহাকাশ-সহযোগিতা পরিবেশ গড়ে তুলতে, এবং মহাকাশ প্রযুক্তির আরও প্রচার-প্রসারে কাজ করে যেতে ইচ্ছুক। (শুয়েই/আলিম/আকাশ)