চীনে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনায় ১শটি নিবন্ধন প্রকল্প বাস্তবায়ন
2024-04-24 22:36:56

এপ্রিল ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ পর্যন্ত প্রায় ১শটি নিবন্ধন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্য দিয়ে একটি নতুন মাইলফলক অর্জন করলো দেশটি। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটিতে বিদ্যমান রিয়েল এস্টেট ব্যবস্থার আদলে ২০১৫ সালে সব প্রাকৃতিক সম্পদের জন্য রেজিস্ট্রি করার একটি উদ্যোগ চালু করা হয়। এর আওতায় রয়েছে দেশটির  বিস্তৃত প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সংরক্ষণাগার এবং সবুজ বনভূমি থেকে শুরু করে জলাভূমি এবং উর্বর তৃণভূমি। এমনকি নদী, হ্রদ এবং যাচাইকৃত খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ সম্পদ, সামুদ্রিক অঞ্চল এবং জনবসতিহীন দ্বীপগুলোও  এর অন্তর্ভুক্ত।

জাতীয় এই নিবন্ধীকরণ ব্যবস্থাটি প্রতিটি প্রাকৃতিক সম্পদের স্পষ্ট মালিকানা এবং তত্ত্বাবধান নিশ্চিত করবে। এটি দায়িত্ব স্পষ্টকরণ  এবং ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলোকেও আরও সহজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের জন্য মূল্যবান সব প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত রাখবে।

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রকে আরও ভালোভাবে সংরক্ষণ করতে আঞ্চলিক ও স্থানীয় পরিকল্পনা দক্ষতাও উন্নত করার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছে।

চিনান প্রাকৃতিক সম্পদ ও পরিকল্পনা ব্যুরোর ব্যবস্থাপনা পরিচালক নিউ ছাংছুন বলেন, ‘আমরা চিনানে হলুদ নদীর পরিবেশ উন্নত করার চেষ্টা করছি। পাহাড়, নদী, বন, তৃণভূমি এবং কৃষিজমিগুলোকে একীভূত করে পরিকল্পনা করছি।’

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি