‘বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা মানার ক্ষেত্রে চীন হচ্ছে মডেল’
2024-04-24 21:32:17

এপ্রিল ২৪: বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা মেনে চলার ক্ষেত্রে চীনকে বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি মডেল হিসেবে গণ্য করা যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই এই সংস্থার নিয়মকানুন পুরোপুরি মেনে এসেছে চীন। খোদ বিশ্ব বাণিজ্য সংস্থাও অনেকবার এর জন্য চীনের প্রশংসা করেছে। 

তিনি আরও বলেন, চীন বরাবরই বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থাকে সমর্থন করে আসছে, সত্যিকারের বহুপক্ষবাদকে ধারণ করে চলেছে, এবং নিজের অবস্থার সাথে মানানসই আইনী ব্যবস্থা উন্নত করে আসছে। পাশাপাশি, চীন সার্বিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে অংশগ্রহণ করছে এবং অন্যান্য উন্নয়নশীল দেশকে বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থায় অংশ নিতে সাহায্য করে আসছে। (আকাশ/আলিম/ফেইফেই)