‘চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর ইইউর চাপের বিরোধিতা করে বেইজিং’
2024-04-24 21:33:35

এপ্রিল ২৪: চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র ভিত্তিহীন ও অন্যায্য চাপের বিরোধিতা করে বেইজিং। এ ধরনের চাপ দ্রুত তুলে নেওয়া উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


তিনি বলেন, সম্প্রতি চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ ঘনঘন আর্থ-বাণিজ্যিক হাতিয়ার ব্যবহারের মাধ্যমে, সংরক্ষণবাদী ব্যবস্থা গ্রহণ করে, যা ইইউ’র ভাবমূর্তি নষ্ট করেছে।


মুখপাত্র আরও বলেন, ইইউ সবসময় বলে আসছে যে, তারা হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্মুক্ত বাজার। তবে, বিশ্ববাসী লক্ষ্য করেছে যে, তারা সংরক্ষণবাদের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছে। ইইউ-র উচিত বাজার উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি রক্ষা করা, ন্যায্য প্রতিযোগিতার চেতনা ধারণ করা, বিশ্ব বাণিজ্য বংস্থার নিয়ম মেনে চলা, এবং ভিত্তিহীনভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠানের অগ্রগতির পথে বাধা সৃষ্টি না করা। (আকাশ/আলিম/ফেইফেই)