উহানে মহাকাশ বিষয়ক প্রদর্শনী
2024-04-24 21:52:19

এপ্রিল ২৪, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ যাত্রা , মহাকাশ গবেষণার বিভিন্ন সরঞ্জাম, মহাকাশ বিজ্ঞানের ইতিহাস ইত্যাদি বিষয়ে চীনের হুবেই প্রদেশের উহানে একটি আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উহান ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টারে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গতকাল মঙ্গলবার। বুধবার থেকে প্রদর্শনীটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

চীনের মহাকাশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী সাম্প্রতিক বছরগুলোতে চীনের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির সাফল্য তুলে ধরছে। মহাকাশের পাশাপাশি বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার জন্যও এই প্রদর্শনীতে রয়েছে পৃথক আয়োজন। মহাকাশে সাফল্য বিষয়ক প্রদর্শনী ২৭ এপ্রিল পর্যন্ত এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার প্রদর্শনী অংশ ৫ মে পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

শান্তা/রহমান