গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় জোর জর্ডানের
2024-04-24 16:30:17

এপ্রিল ২৪: কুয়েতের আমীর মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের সঙ্গে গতকাল (মঙ্গলবার) আম্মানে সাক্ষাৎ করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চেষ্টা করতে হবে।

একইদিন জর্ডানের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বৈঠকে বলেছেন, গাজা উপত্যকায় গুরুতর মানবিক অবস্থা মোকাবিলায় আরব দেশগুলোর একসঙ্গে চেষ্টা করা উচিত। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এ অঞ্চল আরো নিরাপত্তাহীন ও অস্থিতিশীল হতে পারে। তিনি আরও বলেন, ‘দুই-রাষ্ট্র’ সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের সমস্যা রাজনৈতিকভাবে সমাধন করার উপায় খুঁজতে হবে।

কুয়েতের আমিরের দায়িত্ব নেওয়ার পর মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ প্রথমবারের মতো জর্ডানে সফর করেন। উভয়পক্ষ সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেয়ার ওপর জোর দিয়েছেন।

(অনুপমা/হাশিম)