দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠলো চীনের তাইওয়ান
2024-04-23 21:03:19

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের তাইওয়ান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এসব ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 


চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে প্রথম যে ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৩। এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটে যে ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.০।  


কেন্দ্রটি আরও জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৪ মিনিটে যে ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০ । এবং স্থানীয় সময় সকাল ১০টা ২১মিনিটে  যে ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.০। 


দুই সপ্তাহ আগে দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সোম এবং মঙ্গলবার দফায় দফায় আফটার শক অনুভূত হয়েছে।


নাহার/শান্তা 

তথ্য ও ছবি- সিজিটিএন/চায়না ডেইলি/সিনহুয়া