‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে চীন’
2024-04-23 20:33:01

এপ্রিল ২৩: এশিয়া ও প্রশান্ত সাগরীয় অঞ্চলের জন্য আরও বেশি সুযোগ ও সুবিধা সৃষ্টি করবে চীন। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত জাতিসংঘের ইকনোমিক অ্যান্ড সোসাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দা প্যাসিফিকের (এসক্যাপ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে নিজ দেশের অংশগ্রহণ প্রসঙ্গে, আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন। 


মুখপাত্র বলেন, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাও সু সম্মেলনে চীনা প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সম্মেলনে ইতোমধ্যেই এতদঞ্চলের পরিস্থিতি নিয়ে চীনের মতামত এবং আঞ্চরিক সহযোগিতা বিষয়ে চীনের প্রস্তাব তুলে ধরেছেন। 


ওয়াং বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সদস্য চীন। চীন-এসক্যাপ তহবিলসহ বিভিন্নভাবে এখানে সহায়তা দিয়ে যাবে চীন। 


মুখপাত্র আরও বলেন, এতদঞ্চলের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি এবং এ অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিয়ে যাবে চীন। 


উল্লেখ্য, এসক্যাপ সম্মেলন শুরু হয়েছে ২২ এপ্রিল, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। (আকাশ/আলিম/ফেইফেই)