চীনে তৃতীয় জাতীয় পঠন সম্মেলন
2024-04-23 18:42:46

এপ্রিল ২৩: তৃতীয় জাতীয় পঠন সম্মেলন আজ (মঙ্গলবার) দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে উদ্বোধন করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশের প্রচারমন্ত্রী লি শুলেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সভ্যতাকে টিকিয়ে রাখতে, সাংস্কৃতিক আস্থা জোরদার করতে, এবং চীনা সংস্কৃতির সৃজনশীল রূপান্তর ও বিকাশের স্বার্থে, দেশব্যাপী বই পড়ার ওপর গুরুত্ব দিতে আহ্বান জানান।

তাদের মতে, প্রকাশনা শিল্পের বিকাশ, কাগজের বই পড়া, এবং ডিজিটাল প্রকাশনা ও পড়ার সাথে সম্পর্কিত ব্যবসার নতুন ফর্ম বিকাশের জন্যও প্রচেষ্টা চালানো উচিত।

এবারের পঠন সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: "একটি বই-প্রেমী সমাজ গড়ে তোলা এবং আধুনিক সভ্যতা ভাগ করে নেওয়া।" (শুয়েই/আলিম/আকাশ)