উত্তর ইসরায়েলে ৩৫টি রকেট হামলা
2024-04-23 16:39:33

এপ্রিল ২৩: ইসরায়েলের সেনাবাহিনী গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে ছোড়া ৩৫টি রকেট উত্তর ইসরায়েলে আঘাত হেনেছে। জবাবে ইসরায়েলি বাহিনি রকেট ছোড়ার স্থানগুলোতে প্রতিশোধমূলক পাল্টা হামলা  চালিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, রকেট হামলার সময় বিমান প্রতিরক্ষা সাইরেন বাজানো হয়। তবে, এ সব হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরে লেবাননে রকেট ছোড়ার স্থানসহ দুটি হিজবুল্লাহ ভবনে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।
গত বছরের অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস ইসরায়েলে হামলা চালায়। এর মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল নতুন দফা সংঘর্ষ শুরু হয়। তখন থেকে লেবানিজ হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে আসছে, আর ইসরায়েলও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে।

বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা গেছে, এবারের সংঘাতে প্রায় ২৭০ জন লেবানিজ হিজবুল্লাহর সদস্য ও লেবাননের প্রায় ৫০ জন বেসামরিক নাগরিক মারা গেছে। দক্ষিণ লেবাননে ৯০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। ইসরায়েল জানিয়েছে, সংঘর্ষে উত্তর ইসায়েলের সীমান্তে ৮০ হাজারের বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

(অনুপমা/হাশিম)