যুক্তরাষ্ট্রের ভুয়া মানবাধিকার ও আধিপত্যবাদী আচরণ দেখেছে বিশ্ব: চীনা মুখপাত্র
2024-04-23 18:27:30

এপ্রিল ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে তথাকথিত "মানবাধিকার প্রতিবেদন" তৈরি করে আসছে, যা বরাবরই থাকে চীনের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচারে পূর্ণ। বস্তুত, যুক্তরাষ্ট্রের ভুয়া মানবাধিকার ও আধিপত্যবাদী আচরণ সম্পর্কে বিশ্ববাসী খুব ভালোই অবহিত আছে।

মুখপাত্র বলেন, চীনের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে দেশের জনগণ ভালো জানে। চীনে নিরঙ্কুশ দারিদ্র্য সমস্যার সমাধান হয়েছে, সকল পর্যায়ে জনগণের গণতন্ত্র চালু হয়েছে, এবং বিশ্বের বৃহত্তম শিক্ষা, সামাজিক নিরাপত্তা, ও চিকিত্সাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। চীনাদের লাভ, সুখ ও নিরাপত্তার অনুভূতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশ এমন একটি পথে পা বাড়িয়েছে, যা যুগের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের জাতীয় অবস্থার ভিত্তিতে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য উপযুক্ত। টানা দশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত জরিপ অনুসারে, দেশের সরকারের কাজে চীনা জনগণের ৯০ শতাংশের বেশি সন্তুষ্ট।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত মানবাধিকার প্রতিবেদনে বিশ্বের দুই শতাধিক দেশের পরিস্থিতির একতরফা মার্কিনি সংস্করণ তুলে ধরা হয়। অথচ, এতে খোদ যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি বর্ণও থাকে না। এটা সত্যিই হাস্যকর। যুক্তরাষ্ট্রের উচিত মানবাধিকারের অজুহাতে অন্যদের সমালোচনা বন্ধ করে, নিজের দিকে তাকানো এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানে নজর দেওয়া। (জিনিয়া/আলিম/ফেই)