বেলারুশ সফরে সিপিসি প্রতিনিধিদল
2024-04-23 16:40:19

এপ্রিল ২৩: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র একটি প্রতিনিধিদল ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বেলারুশ সফর করছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের/বিভাগের উপমন্ত্রী ছেন চৌ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বেলারুশের প্রেসিডেন্ট কার্যালয়ের আমন্ত্রণে সিপিসি প্রতিনিধিদলটি সে দেশে সফর করছে।

সফরকালে সিপিসি প্রতিনিধিদলটি বেলারুশের জাতীয় পরিষদ (সংসদ), প্রতিনিধি পরিষদের (নিম্নকক্ষ) প্রেসিডেন্ট ইহার সিয়েরহজায়েঙ্কা ও প্রেসিডেন্ট কার্যালয়ের প্রথম উপপ্রধান ম্যাক্সিম রেজেনকভের সঙ্গে সাক্ষাৎ করে। পাশাপাশি, তাঁরা বেলারুশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতা, স্থানীয় থিঙ্কট্যাঙ্কের প্রধানদের সাথে আলোচনা করেন। তারা চীনের প্রেসিডেন্ট ‘সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার’এবং চীন-বেলারুশ সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

নতুন যুগে চীনের অভাবিত উন্নয়নের উচ্চ প্রশংসা করে বেলারুশ। চীনের কমিউনিস্ট পার্টির সাথে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখতে যৌথভাবে কাজ করারও আগ্রহ ব্যক্ত করেছে বেলারুশ।

(অনুপমা/হাশিম)