নমপেনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-04-23 15:26:10

এপ্রিল ২৩: স্থানীয় সময় গতকাল (সোমবার) নমপেনে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, কম্বোডিয়ার নতুন সরকারের নেতৃত্বে দেশটির অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে, জনগণের জীবনযাত্রার মান বাড়ছে, এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশটির মর্যাদাও বেড়েছে। ভালো বন্ধু ও অংশীদার হিসেবে, চীন এর জন্য আনন্দ বোধ করে।

ওয়াং ই আরও বলেন, এখন শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য অনুসারে, দু’দেশ অবকাঠামো ও উত্পাদন শক্তি খাতে সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে দু’দেশের জনগণই উপকৃত হচ্ছে। চীন কম্বোডিয়ার সাথে নতুন ধরনের অভিন্ন কল্যাণের সমাজ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে, পারস্পরিক আস্থা ও সমর্থন বাড়াতে, এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

জবাবে হুন মানেত বলেন, চীন প্রেসিডেন্ট সি চিন পিং-এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছে। চীনের উন্নয়ন আঞ্চলিক দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগও সৃষ্টি করেছে; কম্বোডিয়াও তা থেকে লাভবান হয়েছে ও হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীন সরকার দীর্ঘকাল ধরে কম্বোডিয়াকে যে দৃঢ় সমর্থন ও সাহায্য দিয়ে আসছে, তাঁর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, তাঁর দেশ তাইওয়ান, হংকং ও সিনচিয়াংসহ কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দৃঢ়ভাবে চীনকে সমর্থন করে এবং সক্রিয়ভাবে ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগে অংশ নিচ্ছে। চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও জোরদার করতে নমপেন ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন। (শুয়েই/আলিম/আকাশ)