সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ও চোরাচালান প্রতিরোধে তিউনিসিয়া, আলজেরিয়া ও লিবিয়ার নেতাদের মতৈক্য
2024-04-23 10:34:30

এপ্রিল ২৩: তিউনিসিয়া, আলজেরিয়া এবং লিবিয়ার নেতারা গতকাল (সোমবার) তিউনিসে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে এবং চোরাচালান প্রতিরোধে সম্মত হন।

 

তিউনিসিয়ার সরকারি বার্তা সংস্থা জানায়, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে এবং লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সভাপতি মোহাম্মাদ মেনফি ওই দিন তাদের বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। এতে তিন দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা জোরদার করতে এবং চোরাচালান মোকাবিলায় সম্মত হন তারা।

তিন দেশের নেতারা বিদ্যুৎ আন্তঃসংযোগ প্রকল্পের নির্মাণকে ত্বরান্বিত করা, পণ্য বিনিময় এবং শুল্কমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

(রুবি/হাশিম/শিখা)