তিন মাসে চীনে ৩০.৩ লাখ নতুন কর্মসংস্থান
2024-04-23 16:48:39

এপ্রিল ২৩: চলতি বছরের প্রথম প্রান্তিকে তথা প্রথম তিন মাসে, চীনে ৩০.৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। আজ (মঙ্গলবার) চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন ফেং বলেন, পরবর্তীতে মন্ত্রণালয় কর্মসংস্থানব্যবস্থা আরও সুসংহত করবে, আধুনিক উত্পাদন শিল্পে কর্মসংস্থান বাড়ানোর কার্যক্রম চালু করবে, ও নতুন দফা বেকারত্ব বীমানীতির গবেষণা দ্রুততর করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মসংস্থান সমর্থনব্যবস্থা সুসংহত করা হবে; আধুনিক উত্পাদন, আধুনিক সেবা, প্রবীণদের যত্নসহ বিভিন্ন ক্ষেত্রের চাহিদা অনুযায়ী, ব্যাপকভাবে পেশাদারদের প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। (শুয়েই/আলিম/আকাশ)