রাফাহ শহরে ইসরায়েলি হামলার দৃঢ় বিরোধিতা পুনর্ব্যক্ত ফরাসি প্রেসিডেন্টের
2024-04-23 14:57:23

এপ্রিল ২৩: গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি হামলার দৃঢ় বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। একই সঙ্গে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গতকাল (সোমবার) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু’র সাথে ফোনালাপের সময় এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মাখোঁ।

 

ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদ এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফোনালাপের সময় প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, গাজা অঞ্চল চরম জরুরি মানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং স্থানীয় বেসামরিক নাগরিকদের পরিস্থিতি দীর্ঘদিন ধরে অসহনীয়। রাফাহতে ইসরায়েলের হামলা গাজা অঞ্চলের পরিস্থিতিকে আরও খারাপ করছে এবং গুরুতর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। মাখোঁ গাজা অঞ্চলে বড় আকারে মানবিক সহায়তা পাঠানোর সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান।

(রুবি/হাশিম/শিখা)