উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে কসোভো কর্তৃপক্ষের প্রতি চীনের আহ্বান
2024-04-23 21:01:48

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: উত্তেজনা ও সংঘর্ষকে বাড়িয়ে তোলে এমন একতরফা পদক্ষেপ বন্ধ করার জন্য কসোভো কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনা দূত ফু ছোং। 

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং সোমবার বলেছেন, সাম্প্রতিক সময়ে উত্তর কসোভোতে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মাটিতে ঘন ঘন সহিংসতা ও নিরাপত্তাহীনতার ঘটনা সত্যিই উদ্বেগজনক।

তিনি নিরাপত্তা পরিষদে বলেন, সার্বিয়ান মুদ্রা বাতিল করার কসোভো কর্তৃপক্ষের পরিকল্পনা এবং জাতিগত সার্বদের লক্ষ্য করে হিংসাত্মক অনুসন্ধান সার্ব সম্প্রদায়ের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে এবং আতঙ্ক ও উত্তেজনার জন্ম দিয়েছে। চীন এই বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলে জানান ফু। 

তিনি বলেন, "আমরা কসোভো কর্তৃপক্ষকে অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং উত্তেজনা এবং সংঘাত বাড়ায় এমন একতরফা পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানাই।"

ফু বলেন, সার্ব সংখ্যাগরিষ্ঠ পৌরসভার একটি সমিতি প্রতিষ্ঠা ২০১৩ ব্রাসেলস চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, কসোভো কর্তৃপক্ষ এই বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। চীন আশা করে যে ইউরোপীয় ইউনিয়ন তার মধ্যস্থতায় নিরপেক্ষতা, নিরপেক্ষতা এবং ন্যায়বিচার বজায় রাখবে।

ফু আরও বলেন, কসোভোর বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট। চীন নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১২৪৪ এর কাঠামোর মধ্যে একটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তিকে সমর্থন করে এবং এই প্রক্রিয়া চলাকালীন সার্বিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করা উচিত।

শান্তা/রহমান