পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি রপ্তানি বেড়েছে সিচাংয়ে
2024-04-22 21:16:11

এপ্রিল ২২, সিএমজি বাংলা ডেস্ক:চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিবেশবান্ধব গাড়ি রপ্তানির পরিমাণ ১ হাজার ৬২৩ এ পৌঁছেছে, যা গেল বছরের তুলনায় ছয়গুণ বেশি। রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


কর্তৃপক্ষ বলছে, রপ্তানি করা সকল পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি (এনইভি) বিক্রি করা হয়েছে প্রতিবেশি দেশ নেপালে।  এসব গাড়ির মধ্যে, সেডান এবং ছোট যাত্রীবাহী গাড়ি ৯০ শতাংশেরও বেশি।


চীনা পণ্যের উচ্চ গুণমান এবং ক্রয়ক্ষমতার মধ্যে থাকার কারণে সাম্প্রতিক বছরগুলোতে নেপালে পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 


নাহার/শান্তা 

তথ্য ও ছবি- সিনহুয়া