কম্বোডিয়ার রাজার সঙ্গে ওয়াং ই’র সাক্ষাৎ
2024-04-22 13:43:07

এপ্রিল ২২: গতকাল চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নমপেনে কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সিহামনি কম্বোডিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে চীনের নিঃস্বার্থ সমর্থন ও সাহায্য এবং কম্বোডিয়া-চীন অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্বাস করেন, ‘শিল্প উন্নয়ন করিডোর’ এবং ‘মাছ-ভাতের করিডোর’ নির্মাণ কম্বোডিয়ার অর্থনীতির উন্নয়ন বেগবান করবে। কম্বোডিয়া একচীন নীতিতে অবিচল রয়েছে, এবং ইতিবাচকভাবে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ধারণা ও তিনটি বিশ্ব উদ্যোগকে সমর্থন দেয় বলে জানান সিহামনি।

ওয়াং ই বলেন, চীন-কম্বোডিয়া মৈত্রী আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনের মধ্য দিয়ে চলে আসছে এবং এ সম্পর্ক সুদৃঢ়। দু’দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা উচ্চমান ও উচ্চস্তরের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। চীন, কম্বোডিয়ার সঙ্গে দু’দেশের নেতাদের কৌশলগত মতৈক্য কার্যকর করতে ইচ্ছুক।

ওয়াং ই আরো বলেন, চীন যথাসাধ্য চেষ্টা চালিয়ে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বেগবান করছে, নতুন মানের উত্পাদন শক্তি দ্রুততর করছে এবং উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করছে। চীনের উন্নয়ন কম্বোডিয়ার উন্নয়নের জন্য নতুন সুযোগ এনে দেবে। চীন, কম্বোডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে, অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে চায়, যাতে চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা অব্যাহতভাবে এগিয়ে নেওয়া যায়।

 (প্রেমা/হাশিম/শুয়েই)