জি-সেভেনের উচিত অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা: চীন
2024-04-22 20:14:41

এপ্রিল ২২: আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, জি-সেভেনের উচিত অন্যের ওপর অন্যায় দায় চাপানোর অভ্যাস ত্যাগ করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা। পাশাপাশি, গ্রুপটিকে অন্য দেশের উন্নয়ন-প্রচেষ্টায় বাধা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং আন্তর্জাতিক সমাজের সাথে একযোগে শান্তি, সহযোগিতা ও উন্নয়নের জন্য কাজ করতে হবে। 


মুখপাত্র বলেন, জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাস্তবতাকে উপেক্ষা করে, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হয়েছে। চীন এতে তীব্র অসন্তোষ প্রকাশ করে। সংশ্লিষ্ট বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ‘এক চীননীতি’-তে অবিচল থাকা এবং ‘তাইওয়ানের বিছিন্নতাবাদীদের’ বিরোধিতা করা। 


তিনি আরও বলেন, চীন ও আশিয়ানভুক্ত দেশগুলোর অভিন্ন প্রচেষ্টায়, দক্ষিণ চীন সাগরে এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। এ অঞ্চলে নৌ চলাচলে কোনো সমস্যা নাই। এদিকে, বতর্মানে হংকংয়ে শৃঙ্খলা বজায় রয়েছে এবং সিনচিয়াং ও সিচাং (তিব্বত)-এর জনগণ সুখে জীবন যাপন করছেন। 

(আকাশ/আলিম/ফেইফেই)