উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চীনের শেনচৌ-১৮
2024-04-22 21:01:16

এপ্রিল ২২, সিএমজি বাংলা ডেস্ক: উৎক্ষেপণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চীনের মানববাহী মহাকাশযান শেনচৌ-১৮। শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত গতিপথ এবং নিখুঁতভাবে কক্ষপথে প্রবেশের বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে।

এটি চীনের ১৩তম মানববাহী মহাকাশ মিশন। ইতোমধ্যেই মহাকাশযানটিকে চিউ ছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এটি মহাকাশ স্টেশন থিয়ানকং-এ পৌঁছাবে। উৎক্ষেপণ স্থানের কাছে একটি ছোট সাদা কক্ষ রয়েছে, যা ‘এইমিং রুম’ নামে পরিচিত। এই কক্ষের মাধ্যমে শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে। এই কক্ষের মাধ্যমে উৎক্ষেপণ প্যাডের সঙ্গে সমন্বয় সাধন করা হয়। 

উৎক্ষেপণের দিন রকেটের গতিপথে সহায়তা করার জন্য রিয়েল-টাইম ডেটা কমান্ড সেন্টারে প্রেরণ করা হবে। এরপর এইমিং রুমের পরিচালকরা উৎক্ষেপণের মাত্র ১৫ মিনিট আগে নির্ধারিত নিরাপদ স্থানে সরে যাবেন।

একটি লং মার্চ-২এফ ওয়াই১৮ ক্যারিয়ার রকেট শেনচৌ-১৮ মহাকাশযানটি মহাকাশে নিয়ে যাবে। সেখানে শেনচৌ-১৭ এর মহাকাশচারীরা তাদের অভ্যর্থনা জানাবেন।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি