চীনের কুয়াংতোংয়ে বন্যা, চলছে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ার কাজ
2024-04-22 21:14:50

এপ্রিল ২২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের পানির স্তর রোববার বিকেল ৪ টা পর্যন্ত সতর্কতা সীমা ছাড়িয়ে গেছে। নদীর পানি সতর্কসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

৩৮টি হাইড্রোলজিক্যাল স্টেশনে ২৪টি নদীর পানি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে প্রাদেশিক পানি সম্পদ বিভাগ।   

পেই নদীর আশপাশ এলাকায় ভারী বর্ষণের ফলে রোববার বড় বন্যার আশঙ্কা করা হয়েছে। তাই কুয়াংতোং -এর শাওকুয়ান এবং ছিংইয়ুয়ান শহরে বন্যা মোকাবেলায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি চতুর্থ ধাপের জরুরি পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করে। পাশাপাশি চলে উদ্ধার তৎপরতাও ।

স্থানীয় কর্মকর্তাদের মতে, শাওকুয়ানের লংকুই টাউনশিপের মোট ৬৫২ জনকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে এবং যথাযথভাবে পুনর্বাসিত করা হয়েছে। কাদা এবং পড়ে যাওয়া গাছগুলোকে রাস্তা থেকে পরিষ্কার করতে এবং ড্রেনগুলোকে ড্রেজিং করার জন্য ২০০ জনেরও বেশি স্যানিটেশন কর্মী মোতায়েন করা হয়েছে।

কুয়াংতোং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী সপ্তাহেও কুয়াংতোং প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশংকা রয়েছে।  

সৌরভ / শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া