গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান মিশরের পররাষ্ট্রমন্ত্রীর
2024-04-22 16:00:16

এপ্রিল ২২: ফিলিস্তিনের গাজা অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং সেখানে ব্যাপক মানবিক ত্রাণ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি।

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি। কীভাবে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব করা যায়, বৈঠকে সে বিষয়ে মতবিনিময় করেন তারা।

 

একই দিন মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, শৌকরি বলেন যে, “গাজা অঞ্চলে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ক্রমবর্ধমান হামলা এবং অবৈধ বসতি স্থাপনের কার্যক্রম ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলেছে। আমরা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করছি, এই অঞ্চলে ব্যাপক সহায়তা প্রদান অব্যাহত রাখছি।”

(রুবি/হাশিম/শিখা)