জেনিভা আন্তর্জাতিক প্রদর্শনীতে চীনের ৭০টি স্বর্ণপদক
2024-04-22 17:37:57

এপ্রিল ২২: ৪৯তম জেনিভা আন্তর্জাতিক উদ্ভাবন প্রদর্শনী গতকাল (রোববার) সুইজার‍ল্যান্ডে শেষ হয়। এতে চীনা প্রতিনিধিদলের উত্থাপিত ১৯৭টি উদ্ভাবন আইটেমের মধ্যে ৭০টি স্বর্ণপদক এবং ৯৭টি রৌপপদক লাভ করে।  

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পৃথিবী এবং স্পেস ইন্সটিটিউটের ‘বায়ুমণ্ডলীয় মাল্টি-প্যারামিটার সনাক্তকরণ অপটিক্যাল কোয়ান্টাম লিডার’ প্রকল্পটি স্বর্ণপদক পেয়েছে। এটি একইসঙ্গে এবার উদ্ভাবন প্রদর্শনীর বিশেষ পুরস্কারের অন্যতম ‘জেনিভা প্রজাতন্ত্র ও সরকার পুরস্কার’-ও লাভ করেছে। এই প্রকল্পটি ৩ কিলোমিটারের সনাক্তকরণ ব্যাসার্ধের মধ্যে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব, অ্যারোসলের ঘনত্ব, এবং বায়ুমণ্ডলীয় বায়ুক্ষেত্রের উচ্চ-নির্ভুলতা সনাক্ত করতে পারে এবং আবহাওয়া ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থাপনার স্তরকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।

চীনের বিদ্যুত্ বিজ্ঞান গবেষণা ইন্সটিটিউটের ৬টি প্রকল্পও ৫টি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক পায়। (শুয়েই/আলিম/আকাশ)