‘জাপানের উচিত পুরোপুরিভাবে সামরিকবাদ থেকে বিচ্ছিন্ন হওয়া’
2024-04-22 17:34:18

এপ্রিল ২২: চীন জাপানকে সামরিকবাদ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে এশিয়ার প্রতিবেশী তথা আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করতে তাগিদ দেয়। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন।  

বির্তকিত ইয়াসুকুনি সমাধিতে রোববার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ অন্যান্য কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে চীনা মুখপাত্র আরও বলেন, এই সমাধি অন্য দেশের বিরুদ্ধে জাপানি আগ্রাসনের প্রতীক। চীন দৃঢ়ভাবে ইয়াসুকুনি সমাধিতে জাপানি কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাপানে চীনা দূতাবাস ইতোমধ্যেই এর প্রতিবাদ করেছে।

মুখপাত্র বলেন, চীন জাপানকে তার প্রতিশ্রুতি মেনে চলার জন্য তাগিদ দেয় এবং নিজের আগ্রাসনের ইতিহাস থেকে শিখতে উত্সাহিত করে। (শুয়েই/আলিম/আকাশ)