সমুদ্রপথে ই-কমার্স চীনের তাইওয়ানে বাণিজ্য বৃদ্ধি করছে
2024-04-22 20:59:55

এপ্রিল ২২, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহর এবং চীনের তাইওয়ান অঞ্চলের মধ্যে সমুদ্রপথে ই-কমার্স দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত এক বছরে অঞ্চল দুটির মধ্যে সমুদ্রপথে পরিচালিত ক্রস-স্ট্রেইট ই-কমার্সের আওতায় মোট রপ্তানির পরিমাণ ছিল ৪৮৫ মিলিয়ন ইউয়ান। সিয়ামেন শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের চাহিদা পূরণে প্রথমবারের মতো ২০২৩ সালের এপ্রিলে সরাসরি ই-কমার্সের আওতায় সমুদ্র পথে পণ্য পরিবহন রুট চালু করে সিয়ামেন বন্দর। ২০০১ সালে চালু হওয়া ‘মিনি থ্রি লিংকের’ তুলনায় এ বন্দর দিয়ে আরও দ্রুত এবং স্বল্প ব্যয়ে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে। এর ফলে তাইওয়ানের সঙ্গে যুক্ত দুটি দ্বীপপুঞ্জ খিনমেন ও মাতসু এবং মূল ভূমির উপকূলীয় প্রদেশ ফুচিয়ানের মধ্যে সরাসরি বাণিজ্য, ডাক ও পরিবহন পরিষেবাগুলো আদান প্রদান আরও গতি পেয়েছে।

সিয়ামেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল শিপিং এজেন্সি কোম্পানি লিমিটেডের শিপিং বিভাগের ম্যানেজার হুয়াং চুনছেং বলেন, ‘সপ্তাহে দুইবার এই রুটের মাধ্যমে পণ্য আনা নেওয়া করা হয়। অনলাইনে অর্ডার দেওয়ার পরে তাইওয়ানের বাসিন্দারা মাত্র পাঁচ দিনের মধ্যে মূল ভূমি থেকে উচ্চমানের পণ্য পাচ্ছেন।’

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি