১৯তম পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় নেভাল সিম্পোজিয়াম হচ্ছে চীনে
2024-04-22 20:58:32

এপ্রিল ২২, সিএমজি বাংলা ডেস্ক: ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম (ডব্লিউপিএনএস) এর ১৯তম দ্বিবার্ষিক মিটিং রোববার পূর্বচীনের শানতোং প্রদেশের ছিংতাও বন্দর নগরীতে শুরু হয়েছে। 

‘অভিন্ন ভবিষ্যতের সমুদ্র’ প্রতিপাদ্যে চারদিনব্যাপী এই  সিম্পোজিয়ামে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চিলি, ফ্রান্স, ভারতসহ ২৯টি দেশের নৌবাহিনীর ১৮০জনের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। 

বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং সামুদ্রিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে সামুদ্রিক আদেশ এবং বৈশ্বিক সামুদ্রিক শাসন নিয়ে আলোচনা করার জন্য বিদেশী নৌবাহিনীর নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

চীনের নেভাল রিসার্চ একাডেমির (এনআরএ) সিনিয়র অফিসার লিয়াং ওয়েই বলেন, এই সভায় উপস্থিতি এবং অন্যান্য দেশ থেকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পদমর্যাদা বেশি। তিনি বলেন, "এটি শুধুমাত্র সিম্পোজিয়ামের শক্তি প্রদর্শন করে না বরং চীনা নৌবাহিনীর প্রভাব ও আবেদনকেও প্রতিফলিত করে।” 

ডব্লিউ পি এন এস -এর একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে, চীন প্রথম  ২০১৪ সালে ছিংতাও -এ ১৪তম ডব্লিউপিএনএস দ্বিবার্ষিক বৈঠকের আয়োজন করে। 

বর্তমানে, ডব্লিউ পি এন এস  এর ২৩টি সদস্য রাষ্ট্র এবং সাতটি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। সিম্পোজিয়ামে সভা অনুষ্ঠিত হয় এবং তরুণ অফিসারদের পাশাপাশি সিনিয়র এবং তরুণ সার্জেন্টদের বিনিময় কর্মসূচি রয়েছে।

শান্তা/মিম