‘বিশ্ব নিরাপত্তা উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তায় অবদান রেখেছে’
2024-04-22 17:37:25

এপ্রিল ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দু’বছর আগে যে ‘বিশ্ব নিরাপত্তা উদ্যোগ’ উত্থাপন করেন, তা বাস্তবিকই আন্তর্জাতিক নিরাপত্তায় ইতিবাচক অবদান রেখেছে ও রাখছে। সম্প্রতি আন্তর্জাতিক বিশ্লেষকরা এমন ধারা মন্তব্য করেন।

রুশ পার্লামেন্টের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিড স্লুটস্কি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত বিশ্ব নিরাপত্তা উদ্যোগের ওপর নিবিড় দৃষ্টি রাখছে তাঁর দেশ। বিশ্ব নিরাপত্তা সমস্যা হবে একুশ শতকের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং বহুমেরুর বিশ্ব কাঠামোর জন্য প্রধান সমস্যা।

পাকিস্তানের আন্তর্জাতিক সমস্যাবিষয়ক বিশেষজ্ঞ সুদান হালি বলেন, সারা বিশ্ব এখন নানান চ্যালেঞ্জের মুখোমুখি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যে বিশ্ব নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেছেন, তা প্রশংসার যোগ্য। সমৃদ্ধি ও উন্নয়ন কেবল নিরাপত্তার ভিত্তিতে সম্ভব হতে পারে।

উল্লেখ্য, দুই বছর আগে, ২১ এপ্রিল, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বোআও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মত ‘বিশ্ব নিরাপত্তা উদ্যোগ’ প্রস্তাব করেন।  (শুয়েই/আলিম/আকাশ)