চীন ডোপিং ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে: মুখপাত্র
2024-04-22 17:34:17

এপ্রিল ২২: চীন বরাবরই ডোপিং ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চীনের বিরুদ্ধে বিদেশী গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক ডোপিংসংশ্লিষ্ট প্রতিবেদনগুলো মিথ্যা তথ্যে ভরপুর।  ২০২১ সালে চীনা অ্যান্টি-ডোপিং সেন্টারের দ্বারা একটি বিস্তৃত, গভীর ও বিশদ তদন্তের পরে জানা গিয়েছিল যে, সংশ্লিষ্ট চীনা ক্রীড়াবিদরা তাদের অজান্তেই নিষিদ্ধ ড্রাগস নিয়েছিলেন। বাস্তবে তাদের কোনো দোষ ছিল না। যথাযথ পর্যালোচনার পর, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সিও তা মেনে নিয়েছিল।  (জিনিয়া/আলিম)