জিবিএ’ এর শিক্ষার্থীদের ডিজাইন প্রতিযোগিতা শেনচেনে সমাপ্ত
2024-04-22 21:02:43

এপ্রিল ২২, সিএমজি বাংলা ডেস্ক : তরুণ প্রতিভাবানদের জন্য দ্বিতীয় শেনচেন-হংকং-ম্যাকাও ডিজাইন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। 

রোববার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনের একটি প্রযুক্তি কেন্দ্রে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।  এতে বিভিন্ন ক্যাটাগরিতে ১২৮টি পুরস্কার বিতরণ করা হয়।  

এর আগে "বিনিময় এবং একীকরণের মাধ্যমে ভবিষ্যত তৈরি করা" থিমের অধীনে প্রতিযোগিতাটি ২০২৩ সালের ১৪ অক্টোবর চালু করা হয়। এতে শেনচেন, হংকং এবং ম্যাকাওয়ের ৬ শ’ ৪৭টি স্কুলের লক্ষাধিক শিক্ষক এবং ছাত্র অংশগ্রহণ করেন এবং মোট ৬ হাজার ৭৮টি ডিজাইন জমা দেওয়া হয়।

এসময় বৃহত্তর উপসাগরীয় অঞ্চল (জিবিএ) এর ছাত্রদের ঐক্য ও প্রাণশক্তি প্রদর্শন করে অনুষ্ঠানের সময় বিভিন্ন ধরনের পারফরমেন্স মঞ্চস্থ করা হয়। 

ঐশী/শান্তা 

তথ্য ও ছবি : সিসিটিভি