ফিলিপিন্স বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে: চীনা মুখপাত্র
2024-04-22 17:34:45

এপ্রিল ২২: রেনআই রিফ ইস্যুতে ফিলিপিন্স বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে ও উস্কানি দিচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

তিনি বলেন, “চীন ও ফিলিপিন্স সংশ্লিষ্ট ইস্যুটি সঠিকভাবে মোকাবিলা করার জন্য ঐকমত্যে পৌঁছায়; শুধু পূর্ববর্তী সরকারের আমলে নয়, বর্তমান ফিলিপিন্স সরকারের আমলেও। এটি একটি অনস্বীকার্য সত্য, যা যাচাই করতে ফিলিপিন্সের মিডিয়া রিপোর্ট, প্রাক্তন সরকারি কর্মকর্তাদের বিবৃতি, এবং রেনআই রিফ ইস্যু মোকাবিলায় চীন ও ফিলিপিন্সের কার্যক্রমের দিকে নজর দেওয়া যেতে পারে।”

মুখপাত্র আরও বলেন, “আমরা জানি না ফিলিপিন্স কী নিয়ে চিন্তিত? কী আড়াল করার চেষ্টা করছে? চীন ও ফিলিপিন্সের ঐকমত্য মেনে চললে কার্যকরভাবে রেনআই রিফে স্থিতিশীলতা বজায় রাখা যায় এবং দু’দেশের সাধারণ স্বার্থ রক্ষা পায়। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং বারবার উস্কানি দেওয়া পরিস্থিতিকে গুরুতর করে তুলবে এবং শেষ পর্যন্ত ফিলিপিন্সের জন্যই বিপর্যয় ডেকে আনবে। আমরা আশা করি, ফিলিপিন্স বাস্তবতা বিবেচনায় নেবে এবং যৌক্তিক সিদ্ধান্ত নেবে।” (জিনিয়া/আলিম)