দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র নয়: ওয়াং ই
2024-04-21 19:07:47

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি বড় শক্তিধর দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে ওঠা উচিত নয়। পশ্চিমা জোট অকাস এই অঞ্চলে যে পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। দুই দিনের সফরে শনিবার বিকেলে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে পৌঁছে এক সংবাদ সম্মেলনে এমনটা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

পোর্ট মোরেসবিতে পাপুয়া নিউগিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন টাকাচেঙ্কোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং আরও বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশগুলোর আবাসস্থল এই অঞ্চল। কোনো শক্তিধর দেশের পেছনের আঙিনা নয়। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত অকাস জোট এই অঞ্চলে পারমাণবিক সাবমেরিন নিয়ে আসতে চায়। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় পারমাণবিক মুক্ত অঞ্চল চুক্তির নীতি লংঘন করে। এতে এ অঞ্চলে গুরুতর পারমাণবিক ঝুঁকি তৈরি হচ্ছে বলেও জানান ওয়াং ই।


ফয়সল/মিম


তথ্য ও ছবি: সিসিটিভি