কার্বন-১৪ আইসোটোপ তৈরি হলো চীনের রিয়েক্টরে
2024-04-21 19:13:38

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীন প্রথমবারের মতো বাণিজ্যিক রিয়েক্টরে কার্বন-১৪ আইসোটোপের বড় আকারের উৎপাদন করেছে। শনিবার এ তথ্য জানাল চীনের জাতীয় নিউক্লিয়ার করপোরেশন (সিএনএনসি)।

সিএনএনসি জানায়, প্রকল্পটি চীনের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিনশানে বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে চীনে কার্বন-১৪ আইসোটোপের যে চাহিদা রয়েছে সেটা পূরণ করা সম্ভব হবে।

চীন প্রতিবছর গড়ে ১০০ কিউরি পরিমাণ কার্বন-১৪ আইসোটোপ আমদানি করে। এখন ছিনশান রিয়েক্টরে তৈরি করা সম্ভব হয়েছে ১৫০ কিউরি আইসোটোপ। যে পরিমাণ বস্তু প্রতি সেকেন্ডে ৩৭ বিলিয়ন তেজস্ক্রিয় বিকীরণ ঘটায় সেটাই হলো ১ কিউরি।

এই কার্বন-১৪ আইসোটোপটি মূলত কৃষি, রাসায়নিক গবেষণা, ওষুধ শিল্প ও জীববিজ্ঞানের নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়।

নাইট্রোজেন পরমাণুতে নিউট্রনের সংঘর্ষ ঘটিয়ে তৈরি করা হয় কার্বনের এই আইসোটোপ। নিউট্রন আঘাত হানার পর নাইট্রোজেনের পরমাণু থেকে একটি প্রোটন চলে যায় ও একটি নিউট্রন বাড়ে। তখন তা কার্বন-১৪ পরমাণুতে পরিণত হয়। এই পরমাণুটি তেজস্ক্রিয় ও এটি থেকে ক্রমাগত বেটা কণা নির্গত হতে থাকে। যার কারণে এই পরমাণু শনাক্ত করা সহজ। 


ফয়সল/নাহার


তথ্য ও ছবি: সিসিটিভি