নতুন রিমোট সেন্সিং উপগ্রহ উৎক্ষেপণ করলো চীন
2024-04-21 19:10:46

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশে নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট পাঠিয়েছে চীন। 

রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের সিচাং স্যাটেলাইট কেন্দ্র থেকে বেইজিং সময় সকাল ৭:৪৫ মিনিটে ইয়াওগান-৪২০২ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় এবং নির্দিষ্ট সময়ে সেটা কক্ষপথে প্রবেশ করে। 

উপগ্রহটি উৎক্ষেপণে একটি লং মার্চ-২ডি পরিবহন রকেট ব্যবহার করা হয়। 

এটি ছিল লং মার্চ সিরিজের পরিবহন রকেটের ৫১৭তম ফ্লাইট মিশন। 

নাহার/ফয়সল 

তথ্য ও ছবি- সিনহুয়া/সিসিটিভি