মার্কিন ‘৩০১ তদন্ত’ হচ্ছে একটি বড় ভুল: চীনা মুখপাত্র
2024-04-21 18:58:54

এপ্রিল ২১: গত শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন ‘৩০১ তদন্ত’ চালুর ঘোষণা দিয়েছে, যা একটি মারাত্মক ভুল। 

চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এহেন আচরণ বাস্তবতার সাথে একেবারে সঙ্গতিপূর্ণ নয়। এটি চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে এবং দু’দেশে নেতৃবৃন্দের ‘সানফ্রান্সিসকো মতৈক্য’-এর চেতনার পরিপন্থি। চীন এতে অসন্তুষ্ট।

মুখপাত্র বলেন, এ তদন্তের ওপর চীন কড়া নজর রাখছে। যুক্তরাষ্ট্রের উচিত সাবধানে আচরণ করা, নিবার্চন-বর্ষে চীন নিয়ে রাজনীতি বন্ধ করা, এবং চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক-ব্যবস্থা বাতিল করা। 

তিনি আরও বলেন, নিজের স্বার্থ রক্ষা করতে চীন যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

(আকাশ/আলিম/ফেইফেই)