‘জি-সেভেনের উচিত হংকং ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করা’
2024-04-21 16:30:55

এপ্রিল ২১: জি-সেভেনের উচিত চীনের হংকং ইস্যুতে না-হক হস্তক্ষেপ বন্ধ করা। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন ও ‘জাতীয় নিরাপত্তা রক্ষার নিয়ম’-এর বিরুদ্ধে জি-সেভেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ইইউ’র কূটনীতি ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধিদের বিদ্বেষপরায়ণ মন্তব্যের জবাবে, গতকাল (শনিবার) হংকং-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনারের মুখপাত্র এ কথা বলেন। তিনি তাদের বক্তব্যের তীব্র বিরোধিতা ও নিন্দাও জানান।

মুখপাত্র বলেন, হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকরভাবে জাতীয় নিরাপত্তা রক্ষায় হংকং-এর ত্রুটিগুলোকে দূর করেছে, এটি হংকংকে বিশৃঙ্খলা থেকে শাসনের দিকে নিয়ে গেছে। এটি একটি মৌলিক সত্য যা কোনো পক্ষপাতহীন দেশ পরিষ্কারভাবে দেখতে পারে। জাতীয় নিরাপত্তা রক্ষা আইনের জারি ও বাস্তবায়ন হংকংকে "ডাবল ইন্স্যুরেন্স" প্রদান করেছে এবং হংকংয়ের নাগরিকদের ব্যাপক সমর্থন পেয়েছে। কিছু পশ্চিমা দেশ জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য হংকংয়ের গৃহীত বৈধ ব্যবস্থা নিয়ে অস্বস্তিতে রয়েছে, যা আসলে খুব বিস্ময়কর ব্যাপার।

মুখপাত্র জোর দিয়ে বলেন, হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকং ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ এখানে কাম্য নয়। চীন সংশ্লিষ্ট দেশগুলোকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম মেনে চলতে এবং অবিলম্বে হংকং ইস্যুতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয়। (শুয়েই/আলিম/আকাশ)