‘সাংস্কৃতিক চীন সফর’ শীর্ষক মিডিয়া প্রচারণা শুরু
2024-04-21 19:44:47

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক : ‘সাংস্কৃতিক চীন সফর’ শিরোনামে  চীনা সংস্কৃতি প্রদর্শনকারী একটি মিডিয়া প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের আয়োজনে শুক্রবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে একটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই ইভেন্ট।  

আয়োজকরা জানান, পর্যটন, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক নিদর্শন, ঐতিহাসিক শহর ও শহর রক্ষার প্রচেষ্টার মাধ্যমে চীনের সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃতির সংরক্ষণ ও বিবর্তন প্রদর্শন করা এই প্রচারের লক্ষ্য। 

এসময় সংশ্লিষ্টরা বলেন, চীনের সরকারি মিডিয়া আউটলেটগুলো চীনা সংস্কৃতির বিভিন্ন দিকের ওপর ফোকাস করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক গবেষণা এবং সাক্ষাৎকার পরিচালনা করবে।

‘সাংস্কৃতিক চীন ভ্রমণ’ শিরোনামের বিশেষ আয়োজনগুলো চীনা টেলিভিশন চ্যানেলগুলোয় প্রদর্শিত হবে, যা দেশের ইতিহাস, দার্শনিক আদর্শ, মূল্যবোধ এবং শিল্পকলার ওপর আলোকপাত করবে। 


ঐশী/ফয়সল 

তথ্য ও ছবি: সিসিটিভি