পাপুয়া নিউগিনির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-04-21 18:34:53

এপ্রিল ২১: পাপুয়া নিউগিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন টাকাচেঙ্কোর সঙ্গে গতকাল (শনিবার) বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এর পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন তাঁরা।

সাংবাদিক সম্মেলনে ওয়াং ই বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রী টাকাচেঙ্কোর সাথে গভীর ও বন্ধুত্বপূর্ণ আলোচনা করেছি এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছেছি। আমরা সম্মত হয়েছি যে, চীন ও পাপুয়া নিউ গিনির একে অপরকে প্রতি বিশ্বাস ও সমর্থন অব্যাহত রাখা উচিত এবং অটলভাবে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা ও বিকশিত করা উচিত। প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী মারাপে অনেক কৌশলগত যোগাযোগ করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের দিকটি স্পষ্ট করেছেন। আমরা সর্বসম্মতভাবে উন্নয়নের দিকে মনোনিবেশ করতে, জনগণের জীবিকার সমস্যার সমাধান করতে, এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতাকে জোরদার করতে সম্মত হয়েছি। পাপুয়া নিউ গিনি হল প্রথম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ যে চীনের সাথে যৌথভাবে "বেল্ট অ্যান্ড রোড" বাস্তবায়ন বিষয়ে একটি সমঝোতাস্মারক ও সহযোগিতা পরিকল্পনা স্বাক্ষর করে। উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী মারাপের চীন সফরের সময় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা সর্বসম্মতভাবে মনে করি যে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়, তাদের স্বাধীন উন্নয়নের অধিকারকে বঞ্চিত করা উচিত নয়, এবং শান্তি ও স্থিতিশীলতা অবশ্যই রক্ষা করা উচিত। সলোমন দ্বীপপুঞ্জে সাধারণ নির্বাচন চলছে। আমরা আশা করি, সাধারণ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠিত হবে। সকল পক্ষের উচিত সলোমন দ্বীপপুঞ্জের জনগণের পছন্দকে সম্মান করা এবং সলোমন দ্বীপপুঞ্জের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। আমরা বিশ্বাস করি যে, সলোমন দ্বীপপুঞ্জের জনগণ স্বাধীনভাবে তাদের দেশের ভবিষ্যত নির্ধারণ করার প্রজ্ঞা ও ক্ষমতা রাখে।” (জিনিয়া/আলিম)