বিশ্বের প্রথম হাই-ডেফিনিশন চন্দ্র-মানচিত্র প্রকাশ করলো চীন
2024-04-21 19:24:49

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ হাই-ডেফিনিশন চন্দ্র ভূতাত্ত্বিক মানচিত্র প্রকাশ করেছে চীন। মানচিত্রটি চাঁদ নিয়ে গবেষণা ও অনুসন্ধানের ক্ষেত্রে মৌলিক তথ্য-উপাত্ত সরবরাহ করবে।

রোববার ১ অনুপাত ২৫ লাখ স্কেলের এ ভূতাত্ত্বিক মানচিত্রের সেট প্রকাশ করে দেশটি।

চীনের বিজ্ঞান একাডেমির ইন্সটিটিউট অব জিওকেমিস্ট্রির মতে, এই মানচিত্রটি চীনা এবং ইংরেজি ভাষায় পাওয়া যাবে।

চাং একাডেমি অব সায়েন্সেসের বিজ্ঞানী ওয়াং চিয়ুয়ান বলেন, ‘চাঁদের ভূতাত্ত্বিক মানচিত্রটি চাঁদের বিবর্তন, ভবিষ্যতে চন্দ্র গবেষণা কেন্দ্রের জন্য স্থান নির্বাচন এবং চাঁদের নানা সম্পদ কাজে লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে।’

চীনের বিজ্ঞান একাডেমির ইন্সটিটিউট অব জিওকেমিস্ট্রির গবেষক লিউ চিয়ানচং বলেন, ‘গত কয়েক দশকে চন্দ্রানুসন্ধান এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিশ্ব উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে, যা আমাদের চাঁদ সম্পর্কে বুঝতে সাহায্য করেছে। তবে, অ্যাপোলো যুগে প্রকাশিত চন্দ্রের ভূতাত্ত্বিক মানচিত্রগুলো প্রায় অর্ধশতাব্দী ধরে পরিবর্তিত হয়নি এবং এখনও চন্দ্র ভূতাত্ত্বিক গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে। চন্দ্রের ভূতাত্ত্বিক অধ্যয়নের উন্নতির সঙ্গে সেই পুরানো মানচিত্রগুলো আর ভবিষ্যতের বৈজ্ঞানিক গবেষণা এবং চন্দ্র অনুসন্ধানের চাহিদা পূরণ করতে পারছে না।’

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া