বাংলাদেশজুড়ে চলছে হিট অ্যালার্ট
2024-04-21 19:18:02

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান তীব্র দাবদাহের কারণে এরই মধ্যে হিট অ্যালার্ট জারি করেছে ঢাকার আবহাওয়া অধিদফতর। 

সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। 

আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিলে সাধারণত কয়েকটি তাপদাহ বয়ে যায়। তবে এ ধরনের টানা তাপদাহ আগে দেখা যায়নি। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

ঐশী/ফয়সল 

ছবি: সিএমজি বাংলা