গভীর সমুদ্রের মাল্টি-ফাংশনাল গবেষণা জাহাজ চালু হলো চীনে
2024-04-21 19:16:37

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: গভীর-সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের জন্য চীনের তৈরি প্রথম জাহাজটি কুয়াংচৌ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মেরু অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি এ জাহাজটি আন্তর্জাতিক সমুদ্রে অনুসন্ধান চালানো ও মেরুতে চীনের গবেষণার সক্ষমতা বাড়াবে।

থানসুয়ো-৩ নামের এ জাহাজটি এককভাবে তৈরি করেছে কুয়াংচৌ শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল। এ জাহাজের বিশেষত্ব হলো এতে থাকছে সমুদ্রের গভীরে যাওয়ার মতো মনুষ্যবাহী যান, গভীর সমুদ্রে অনুসন্ধানের যন্ত্র, নিরাপত্তার অত্যাধুনিক ব্যবস্থা ও নানা ধরনের সমন্বিত পরিচালনা পদ্ধতি। 

জাহাজটির দৈর্ঘ্য প্রায় ১০৪ মিটার। এর ওজন ১০ হাজার টন এবং এতে ৮০ জন ক্রু থাকতে পারবে।

থানসুয়ো-৩ মাল্টি ফাংশনাল জাহাজটি ২০২৫ সালের গ্রীষ্মকাল থেকে গভীর-সমুদ্রে অনুসন্ধান ও প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো শুরু করবে। 


ফয়সল/নাহার


তথ্য ও ছবি: সিসিটিভি