অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে জি ৭’কে ছাড়িয়ে যাবে চীন
2024-04-21 19:40:30

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুসারে, আগামী পাঁচ বছরের জন্য বিশ্বের অর্থনৈতিক চ্যাম্পিয়ন হবে চীন। এ সময় চীনের প্রবৃদ্ধি জি-৭ ভুক্ত দেশগুলোর সম্মিলিত অর্জনের চেয়েও বেশি হবে। আইএমএফ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালের মধ্যে বিশ্বের নতুন অর্থনৈতিক কার্যকলাপের প্রায় ২১ শতাংশ থাকবে চীনের নিয়ন্ত্রণে। একই সময়ে জি-৭ ভুক্ত দেশগুলোর হাতে থাকবে ২০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে ১২ শতাংশ।

ব্লুমবার্গের মতে, বিশ্বের মোট প্রবৃদ্ধির ৭৫ শতাংশ আসবে ২০টি মাত্র দেশ থেকে। আর ওই প্রবৃদ্ধির ৫০ শতাংশেরও বেশি আসবে চারটি দেশের হাত ধরে। দেশগুলো হলো চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া।

আইএমএফ বলেছে, চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৩ দশমিক ২ শতাংশ। 


ফয়সল/নাহার


তথ্য ও ছবি: সিজিটিএন