শস্য উৎপাদন বৃদ্ধিতে বড় পরিকল্পনা চীনের
2024-04-21 19:36:08

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: স্মার্ট কৃষি প্রযুক্তি, যান্ত্রিকীকরণ এবং নতুন মানের কৃষি উৎপাদন শক্তি ব্যবহার করে ২০৩৩ সাল নাগাদ শস্য উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় কিছু পদক্ষেপ নিয়েছে চীন। শনিবার চায়না এগ্রিকালচারাল আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এ বছর চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এবং চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস প্রকাশিত চায়না এগ্রিকালচারাল আউটলুক রিপোর্টে দেখা গেছে চীন সরকার গমের ন্যূনতম ক্রয় মূল্য বাড়িয়েছে এবং আগাম জাতের ধান, ভুট্টা ও সয়াবিন উৎপাদকদের জন্য ভর্তুকি বজায় রেখেছে। এতে শস্য চাষে কৃষকরা আরও উৎসাহী হবেন এবং তাদের আয় স্থিতিশীল থাকবে বলে জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এই বছর চীনের মোট শস্য উৎপাদন এলাকা ১৭৮ কোটি মু অর্থাৎ প্রায় ১১ কোটি ৮৭ লাখ হেক্টরে পৌঁছাবে। জমির পরিমাণ একই থাকলেও শস্যের ফলন দেড়  শতাংশ বাড়বে বলেও জানানো হয় প্রতিবেদনে।

চীন টানা ৯ বছর ধরে বাৎসরিক ৬৫ কোটি টন শস্য উৎপাদন করে আসছে। এতে মাথাপিছু শস্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০০ কেজিতে।


ফয়সল/নাহার


তথ্য ও ছবি: সিসিটিভি