ইউনেস্কো সদর দফতরে জাতিসংঘের চীনা ভাষা দিবসের উদযাপন
2024-04-20 19:37:49

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের চীনা ভাষা দিবস উপলক্ষে গত ১৫ থেকে ১৯ এপ্রিল প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দফতরে একটি সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের দিবসটি পালন করা হয় ২০ এপ্রিল।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ইউনেস্কোর চাইনিজ ন্যাশনাল কমিশন, ইউনেস্কোতে চীনা স্থায়ী প্রতিনিধিদল, এমওই সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশন, ইউনেস্কো অ্যাসোসিয়েশন এবং চায়না মিডিয়া গ্রুপের ইউরোপীয় সদর দফতর। এই বছর তৃতীয়বারের মতো জাতিসংঘের চীনা ভাষা দিবস উদযাপন করেছে ইউনেস্কো।

‘চীনা ভাষা: পারস্পরিক শিক্ষার সেতুর মাধ্যমে সংস্কৃতির সংযোগ’ থিমের অধীনে অনুষ্ঠানটিতে চীনের শিশুতোষ ছবির বই প্রদর্শন করা হয়। বইগুলোয় ক্যালিগ্রাফি এবং চীনের ঐতিহ্যবাহী ইংক পেইন্টিংয়ের মতো সাংস্কৃতিক উপাদান ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া, এ অনুষ্ঠানে চীনা সাক্ষরতা, ক্যালিগ্রাফি, পেপার কাটিংয়ের ওপর কর্মশালার আয়োজনও করা হয়।

পাঁচ দিনব্যাপী এই ইভেন্টে ইউনেস্কোতে বিভিন্ন দেশের মিশন থেকে আসা বেশ কয়েকজন কূটনীতিক এবং চীনা সংস্কৃতিতে আগ্রহী স্থানীয় ফরাসি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষার মধ্যে চীনা ভাষা একটি। সংস্থাটি ২০১০ সালের ১২ নভেম্বর প্রথম চীনা ভাষা দিবস উদযাপন করে।


ফয়সল/ঐশী


তথ্য ও ছবি: সিসিটিভি