শান্তিপূর্ণ ও নিরাপদ সাইবার স্পেসের অঙ্গীকার চীনের
2024-04-20 19:32:28

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: শান্তি, নিরাপত্তা, উন্মুক্ততা এবং সহযোগিতা সমন্বিত একটি সাইবারস্পেস নির্মাণে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান। 

শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের সাইবারস্পেস ফোর্স সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উ ছিয়ান বলেন, সাইবারস্পেসে একটি অভিন্ন ভবিষ্যৎ নিয়ে যৌথভাবে একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।   

সাইবার নিরাপত্তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে গেছে এবং চীনের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।  এসময় তিনি আরও বলেন, জাতীয় সাইবার সীমান্ত প্রতিরক্ষাকে শক্তিশালী করতে, অবিলম্বে নেটওয়ার্ক অনুপ্রবেশ সনাক্তকরণ, জাতীয় সাইবার সার্বভৌমত্ব এবং তথ্য নিরাপত্তা বজায় রাখার জন্য সাইবার স্পেস ফোর্স এবং সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা পদ্ধতির বিকাশ গুরুত্বপূর্ণ। 

উ উল্লেখ করেন, সাম্প্রতিক সংস্কারের মাধ্যমে, চীনা গণমুক্তি বাহিনীতে এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রকেট, অ্যারোস্পেস, সাইবারস্পেস ফোর্স, জয়েন্ট লজিস্টিক সাপোর্ট ফোর্স এবং তথ্য সহায়তা বাহিনীসহ অস্ত্র পরিষেবার একটি নতুন ব্যবস্থা রয়েছে।

ঐশী/ফয়সল 

তথ্য ও ছবি : সিসিটিভি