যুক্তরাষ্ট্রের উচিত নিজের আচরণ পর্যালোচনা করা: চীনা মুখপাত্র
2024-04-20 16:39:06

এপ্রিল ২০: চীন যুক্তরাষ্ট্রকে অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধসংশ্লিষ্ট নিজের আচরণ ও পদক্ষেপগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করার তাগিদ দেয়। গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।  

লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর তথাকথিত "নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ প্রতিবেদন" প্রকাশ করে। এ প্রতিবেদনে সর্বদা বাস্তব তথ্য-উপাত্তকে উপেক্ষা করা হয়; অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ সম্পর্কে নিজের ব্যর্থতাকে এড়িয়ে যাওয়া হয়; এবং অন্যান্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়। চীন এহেন আচরণের তীব্র বিরোধিতা করে। (শুয়েই/আলিম/আকাশ)