বিআরআই সহযোগিতায় প্রথম প্রান্তিকে ভালো সূচনা চীনের
2024-04-20 19:20:08

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এই বছরের প্রথম তিন মাসে একটি ভালো সূচনা করেছে, যার মধ্যে উচ্চমানের উন্নয়ন, সহযোগিতার সমৃদ্ধি, বিনিয়োগের ব্যাপক বৃদ্ধি এবং পরিবেশের প্রতি দায়িত্বপালনের বৈশিষ্ট্য রয়েছে। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াং থাও।


ইয়াং বলেন, চীনের উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এই বছরের প্রথম প্রান্তিকে চারটি দিক থেকে নতুন অর্জন করেছে। বিআরআই-এ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে চীনের আমদানি ও রপ্তানি ছাড়িয়েছে ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ইউয়ান, যা বৈদেশিক বাণিজ্যের সামগ্রিক বৃদ্ধির হারের তুলনায় দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেশি। এ ছাড়া নানা ধরনের উচ্চ প্রযুক্তিপণ্য যেমন ইলেকট্রনিক তথ্য, উপকরণ, সরঞ্জাম উৎপাদন, গৃহস্থালীর যন্ত্রপাতি ও পোশাক তৈরিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। 


ইয়াং বলেন, প্রথম তিন মাসে , বিআরআইতে অংশগ্রহণকারী দেশগুলোতে চীনের অ-আর্থিক প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ৫৪ দশমিক ৩২ বিলিয়ন ইউয়ান, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি।


এ সময় চীনের চুক্তিবদ্ধ প্রকল্পগুলোর টার্নওভার বছরে প্রায় ৮ শতাংশ বেড়ে ১৮৪ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে বলেও জানান তিনি। 


ইয়াং আরও বলেন, সহযোগিতা প্রকল্পগুলোতে পরিবেশ সুরক্ষার ওপর চীন অতিরিক্ত জোর দিয়েছে এবং প্রথম প্রান্তিকে এ প্রকল্পগুলোর টার্নওভার বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।


এ ছাড়া, এ সময়ে চীন আসিয়ান দেশগুলোর পাশাপাশি হন্ডুরাসের সঙ্গে মুক্তবাণিজ্য অঞ্চলের পাশাপাশি অ্যাঙ্গোলা ও মালদ্বীপের সঙ্গে উদীয়মান খাতগুলোতেও অগ্রগতি করেছে বলে জানান ইয়াং থাও।


ফয়সল/ঐশী


তথ্য ও ছবি: সিসিটিভি